কম্পিউটার কী? ডিজিটাল কম্পিউটার এর শ্রেণীবিভাগ

ডিজিটাল কম্পিউটার কোন বিজ্ঞানের একক প্রতিষ্ঠার ফসল নয় বড় অনেকের সম্মিলিত প্রয়োগের ফল নানা ভাবে নানান দেশে অনেক উদ্ভাবকের হাতের ছোঁয়ায় কম্পিউটার বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। কম্পিউটারের আবিষ্কারের ফলে মানুষের গণনার কাজকে সহজ ও নিরাপদ এবং সময়োপযোগী এবং যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করে দিয়েছেন।

সূচিপত্রঃ কম্পিউটার 

আরো পড়ুনঃ মোবাইল পাওয়ার পয়েন্ট এর বৈশিষ্ট্য?

কম্পিউটার মানুষ সভ্যতার উদ্ভাবিত সকল যন্ত্রের সেরা যন্ত্র হচ্ছে কম্পিউটার এই কম্পিউটার সমগ্র মানব সভ্যতাকে এক নতুন মাত্রায় দিয়েছে। ডিজিটাল কম্পিউটার এর শ্রেণীবিভাগ সুপার কম্পিউটার,মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এই কম্পিউটার এর প্রধান কাজ অনেক বেড়েছে।

আরো পড়ুনঃ লোগো তৈরী করার সফটওয়্যার

কম্পিউটার কি?

কম্পিউটারে আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্র।কম্পিউটার ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে ইংরেজি Computer কম্পিউটার শব্দটি উৎপত্তি। কম্পিউটার শব্দটির অবিধানিক অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাব কারী যন্ত্র। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব নিকাশ করতে পারে। তাই কম্পিউটার কাজ করার গতি হিসাব করার হয় ন্যানো সেকেন্ডে।

আরো পডুনঃ ডিজিটাল মার্কেট কি?

কম্পিউটারের কী

ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ড একশত ১০০ শত কোটি ভাগের এক ভাগ সময় মাত্র। কম্পিউটারের অভ্যন্তরে রয়েছে অনেক বর্তনী। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়।

আরো পড়ুনঃ হোয়াটসঅ্যাপ থেকে আয় করার সহজ উপায়

কম্পিউটারের জনক কে?

ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ব্রিটিশ সরকারের অনুমোদনে ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগভিত্তিক গণনা যন্ত্র তৈরি করেন। সে অর্থে বিয়োগভিত্তিক যন্ত্র আবিষ্কার শুরু করেছিলেন।

১৮৩৩ সালে স্যার চার্লস ব্যাবেজ এনালিটিকাল ইঞ্জিন নামে আর এটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন। এই এনালিটিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিন গবেষণার ওপর গুরুত্ব দিয়ে স্যার চার্লস ব্যাবেজ এর চিন্তাভাব নাই পরবর্তীতে ডিজিটাল কম্পিউটার উন্নয়ন সাহায্য করে। এর জন্য ডিজিটাল কম্পিউটার জনক বলা হয় স্যার চার্লস ব্যাবেজ কে।

প্রথম কম্পিউটারের নাম কি?

কম্পিউটারের কী? ডিজিটাল কম্পিউটার এর শ্রেণীবিভাগ
ডিজিটাল কম্পিউটার জগতে প্রথম কম্পিউটারের নাম হলঃ মার্ক-১ Mark 1পৃথিবীর ENIAC(Electronic Numerical Integrator and Computer).যেটি ১৫ই ফেব্রুয়ারী ১৯৪৬ সালে তৈরী হয়। এই কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুন, ভাগ এবং ত্রিকোণমিতি ফাংশন ছাড়া ও অনেক জটিল গাণিতিক কাজ করা যেত। এটাই ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র বা কম্পিউটার।

ডিজিটাল কম্পিউটাররে মৌলিক বৈশিষ্ট্য গুলো কি কি?

কম্পিউটারে মূলত গানিতিক যুক্তি মূলক সিদ্ধান্ত মূলক কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পূর্ণ করা যায় যে সকল ডিজিটাল কম্পিউটার এর মৌলিক বৈশিষ্ট্যের জন্য ডিজিটাল কম্পিউটার মানব সভ্যতা উন্নয়নের গুরুত্ব অবদান পালন করেছেন। নিম্নে তো আলোচনা করা হলো।

আরো জানতেঃ পাওয়ার পয়েন্ট কি?

  • দ্রুত গতি High speed
  • নির্ভলতা ও বিশ্বাসযোগ্যতা Correctness and Reliability
  • যুক্তির সংগত সিদ্ধান্ত Logical Decision
  • ডাটা প্রক্রিয়াকরণ Data Processing
  • স্বয়ংক্রিয়তা Automation
  • বহুমুখীতা Versatility
  • ক্লান্তিহীনতা Dilligence
  • সুক্ষতা Sharpness
  • মেমোরি বা স্মৃতি Memory
  • ভুল শনাক্তকরণ ও সংশোধন Error Detection and Debugging
  • অসীম জীবনসীমা Endless life

কম্পিউটার এর শ্রেণীবিভাগ

প্রকৃত ডাটা গ্রহণ ও প্রক্রিয়াকরণ আকার আকৃতি ও সামর্থ্য এবং রক্ত ক্ষমতা অনুযায়ী আধুনিক কম্পিউটারকে ভাগ করা হয় যেমন,

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং

প্রজন্ম গতদিক থেকে কম্পিউটারকে পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়।

  • প্রথম প্রজন্মের কম্পিউটার
  • দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার
  • তৃতীয় প্রজন্মের কম্পিউটার
  • চতুর্থ প্রজন্মের কম্পিউটার
  • পঞ্চম প্রজন্মের কম্পিউটার।

ডিজিটাল কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে উপর ভিত্তি করে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা

  • সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার
  • বিশেষ উদ্দেশ্যের কম্পিউটার

ডাটা গ্রহণ প্রক্রিয়াকরণ অর্থাৎ পরিচালনা নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়।

  • এনালগ কম্পিউটার Analog Computer
  • ডিজিটাল কম্পিউটার Digital Computer
  • হাইব্রিড কম্পিউটার Hybrid Computer

আরো পড়ুনঃ ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার উপায়।

আকার দাম দক্ষতা গতি ও সংরক্ষণ ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটার চার ভাগে ভাগ করা যায় তথা

  • সুপার কম্পিউটার Super computer
  • মেইনফ্রেম কম্পিউটার Mainframe Computer
  • মিনি কম্পিউটার Mini Computer
  • মাইক্রো কম্পিউটার Micro Computer

সর্বশেষ কথাঃ কম্পিউটারে এর বৈশিষ্ট্য

ডিজিটাল কম্পিউটার যুগে সুপার কম্পিউটার Super computer মেইনফ্রেম কম্পিউটার Mainframe Computer মিনি কম্পিউটার Mini Computer মাইক্রো কম্পিউটার Micro Computer। আজকে আমরা ডিজিটাল কম্পিউটার কি, ডিজিটাল কম্পিউটার এর শ্রেণীবিভাগ এবং কম্পিউটারে এর বৈশিষ্ট্য জানাতে চেষ্টা করবো। আশা করি এই তথ্য গুলো কিছুটা হলেও শিক্ষা  অর্জন করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন