কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম - easykhobor

বর্তমানে কার্ড থেকে নগদে টাকা আনা যায় বেশ সহজেই নিজের নগদ একাউন্ট অথবা অন্য কারো নগদ একাউন্টে ক্রেডিট কার্ড - ডেবিট কার্ড থেকে অ্যাড মানি করে টাকা আনা যায়। বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যুকৃত মাস্টারকার্ড ও ভিসা কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম এই সুবিধা ব্যবহার করতে পারবেন নগদে সকল ব্যবহারকারীরা।

ইজি খবর


বাংলাদেশ থেকে য়ে  ব্যক্তি ব্যাংকের ভিসা বা মাষ্টার কার্ড কার্ড থেকে নগদে টাকা আনা যাবে য়ে কোনো বাড়তি চার্জ ছাড়াই। অর্থাৎ সাধারণ ক্যাশ ইন এর মতো কার্ড থেকে নগদে টাকা আনতে কোন বাড়তি ফি প্রযোজ্য হবে না।

কার্ড কী?

একটি ডেবিট কার্ড যা ব্যাংক কার্ড, প্লাস্টিক কার্ড বা নোট কার্ড হিসাবে পরিচিত হলো এক ধরনের প্লাস্টিক পেমেন্ট কার্ড। এই কার্ড ব্যবহার করা হয় টাকার পরিবর্তে কেনাকাটার করার ক্ষেত্রে। এই কার্ড ক্রেডিট কার্ডের অনুরূপ। এই কার্ড দিয়ে কার্ডের মালিক তার ব্যাংক একাউন্ট এ থাকা অর্থ সরাসরি ব্যবহার করতে পারে।

নগদ কী

এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস) এর নতুন সংস্করণ। নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন

কিভাবে কার্ড থেকে নগদে টাকা আনা যায় ।

আপনার নগদে যদি কার্ড থেকে নগদে টাকা আনাতে চান তবে এর  নিয়ম নিম্ন দেওয়া হলঃ

  1. পিন নম্বর প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন।
  2. অ্যাড মানি অপশনে ট্যাপ করুন।
  3. এরপর কার্ড টু নগদ অপশন সিলেক্ট করুন।
  4. ভিসা ও মাস্টার কার্ড অপশন দেখতে পাবেন, আপনার কাড সোর্স সিলেক্ট করুন।
  5. এরপরে আপনার নিজের নাম্বার ক্যাশ ইন করতে চাইলে নিজের নাম্বার ও অন্যান্য কারো নাম্বারে অ্যাড মানি করতে চাইলে উক্ত ব্যাক্তির নাম্বার সিলেক্ট করুন।
  6. মোবাইল নম্বর, একাউন্ট ও ইমেল আইডি তিনটি অপশন দেখতে পাবেন।
  7. আপনার কত টাকা অ্যাড মানি করতে চান তার পরিমাণ লিখুন।
  8. আপনি ইমেইল এড্রেস প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
  9. কার্ড এর পেছনে থাকা সিসি ভি নাম্বার লিখুন।
  10. ট্রানজেকশন নিশ্চিত করতে ওটিপি কোড প্রদান করুন।
  11. সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করুন।
  12. কার থেকে না ওদের টাকা অ্যাড মানি করা হলে কনফর্মেশন নোটিফিকেশন দেখতে পারেন।

সর্বশেষ কথাঃ

হ্যাঁ আপনি খুব সহজেই যেকোনো বাংলাদেশি ভিসা, মাস্টার কার্ড, কার্ড হতে নগদ টাকা আয়ের আনা যাবে অর্থাৎ অ্যাড মানি করা যাবে । আপনি কখনো কার থেকে নগদে এ টাকা এনেছেন কি, আর নগদে টাকা না থাকলে। আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন