How to apply for National University Admission 2022. অর্নাস ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২। অর্নাস ভর্তি ২০২২ রেজাল্ট ।
রন্ধুরা তোমার প্রথম কাজ হলো কলেজ নির্বাচন করা।
একটা ছাত্র তার জীবনের প্রায় অর্ধেক জীবন শিক্ষা অর্জন করে। ভালো কোন কলেজে তে পড়াশোনা করতে চাই সে কিন্তু কিছু সিদ্ধান্তের ভুলের ব্যর্থ হওয়ার ফলে তা আর স্বপ্ন পূরণ করতে পারে না কোন ছাত্র বা ছাত্রী। কিছু ভুল সিদ্ধান্তের ফলে জীবন অতিষ্ঠ হয়ে হতাশ মাঝে লেখাপড়া কমে যায় ।অনলাইনে আবেদন করা.
How to apply for National University Admission ২০২২.
আবেদনের যোগ্যতাঃ২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তির সাধারণ শর্তাবলীগুলো হল:
*** বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০২0 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
*** বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২0 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
আরো পড়ুনঃ How to make a Islamic Account 2022 ? ১০ সেকেন্ড নগদ একাউন্ট খোলা। NID কার্ড ছাড়াই নগদ একাউন্ট।
***২০২২ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২২ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে তবে প্রার্থীদের ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীদের ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।
*** প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
*** উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক শাখার আবেদন ফরম পূরণ করবে।
*** বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রেও বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবে। বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীদেরকে ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।
*** আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে।
ভর্তি পদ্ধতি ২০২২, নম্বর বন্টন
ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেওে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে
1) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%
2) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।
বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন
আরো জানতেঃ বাংলা আর্টিকেল পড়ে ইউটিউব থেকে আয় কিভাবে করবেন ভিডিও আপলোড ইউটিউব থেকে আয় করা য়ায।
অর্নাস ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ।
বন্ধুরা তোমাদের খেয়াল রাখতে হবে য়ে আপনার আবেদন করা জরুরি অন্যথায় কোথায় ভর্তি হতে পারবে না। আপনি পরীক্ষা দেবেন আর কোথায় ভর্তি হবেন আশা করছেন আগেই থেকে কিন্তু আপনার যোগ্যতা অনুসারে আপনি ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হতে পারবেন।
অর্নাস ১মবর্ষ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা ছাত্র বা ছাত্রীর প্রথম কথা হলো যোগ্যতা। আপনি যদি অনলাইন আবেদন করতে চান তবে আপনাকে অবশ্যই নিম্ন পয়েন্ট বা জিপিএ অর্জন করতে হবে।যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শুধু একটা ছাত্র তার যোগ্য হলে ভর্তি হতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০২১/২০২২ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২১/২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।
এই আবেদন ফরমটি প্রিন্ট করে ২১/০৯/২০২২ তারিখের মধ্যে আবেদন ফি বাবদ ২৫০/- টাকা ও প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে৷ চলুন জেনে নেওয়া যাক ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্যঃ
ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ
How to apply for National University Admission2022. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন পদ্ধতি ২০২২
Online লগইন
সঠিক লিঙ্গ নির্ধারণ
Online কলেজ পছন্দ
আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অধিভুক্ত বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে।online কোন বিষয় পছন্দ
কোটা
Online ছবি সংযোজন
আবেদন ফরম বাতিলকরণ/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন
সংশ্লিষ্ট কলেজে ফরম জমা ও ফি প্রদান
How to apply for National University Admission.জাতীয় বিশ্ববিদ্যালয়ের
আরো পডুনঃ ভিডিও গান অডিও রিমুভ করার নিয়ম।ভিডিও থেকে অডিও করার সফটওয়্যার । গান ছাড়া মিউজিক
ফলাফলঃ মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে। যেমনঃ
১ম মেধাতালিকা।২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন।
কোটা ও ও মাইগ্রেসন এর মেধাতালিকা।
রিলিজ স্লিপ এর আবেদন এবং
রিলিজ স্লিপ এর মেধাতালিকা এর মাধ্যমে ভর্তি কার্য ক্রম করা যাবে।
এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে লিখতে হবেঃ
NU<space>ATHN<space>Roll Noএবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।
ভর্তি পরিক্ষার আবেদন ফরমে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পুর্ণ বলে প্রমানিত হলে তার আবেদন ফরম/চুড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।এই ভর্তি কার্যক্রমের যে ধারা/নিয়মাবলীর সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। একই শিক্ষাবর্ষের কোনপ্রার্থী দ্বৈত ভর্তি হলে তা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।বন্ধুরা আপনারা যারা এখনো ভর্তি আবেদন করতে পারেন নাই আজকেই অনলাইনে আবেদন করুন। আপনাদের দোয়ায সকল তথ্য প্রকাশে চেষ্টা করছি আমি ,যদি কোন ভুল বা সংশোধনী আনতে হয় আমাকে জানাবেন অবশ্যই। আপনাদের সুবিধার্থে আমার এই আটিকেল লেখা একটু হলেও কিছু জানতে পারছেন এখানে থেকে , আরো ভালো কিছু পড়তে ক্লিক করুন সহজে